রিকমেন্ডেশন লেটার — প্রশংসাপত্র নাকি শৃঙ্খল?

BRHN.ME
1 min readJun 25, 2023

--

চাকুরি হোক আর একাডেমিয়া, প্রশংসাপত্র ছাড়া যেন চলেই না। প্রশংসাপত্র বা রিকমেন্ডেশন লেটার যাই বলেন না কেন — এটা কি আসলেই শুধু প্রশংসা নাকি সিস্টেমেটিক শোষনের হাতিয়ার, যেন এক অদৃশ্য শিকল!

এই অদৃশ্য শিকলে আপনি বাধা পড়েন নি তো?

এই প্রশ্নটা নিজের বিবেককে করা এখন অনেক বেশি জরুরি হয়ে পড়েছে।

সাফল্যের পিছনে আপনি অবশ্যই ছুটবেন, বড় কোম্পানির চাকরি, বড় র‍্যাঙ্কওয়ালা বিশ্ববিদ্যালয়, আমেরিকা, ইউরোপ; কিন্তু ছুটতে গিয়ে আপনি বোবা প্রাণী হয়ে যান নি তো?

এমন হয়নি তো যে আপনি সত্য কথা বলতে ভয় পান? বা সব জেনে চুপ করে থাকেন? রিকোর যুযু কি আপনাকে তাড়িয়ে বেড়ায়?

অভিজ্ঞতা বলছে একাডেমিক সাফল্যের চূড়ায় উঠেও একটা মানুষ “মানুষ” হিসেবে চুড়ান্ত ব্যর্থ হতে পারে।

ভেবে দেখুন সাফল্যের পিছনে ছোটার প্রথাগত ধারণা আপনাকে পথভ্রান্ত করে মানুষ হয়ে ওঠার পথে বাধা হয়ে দাড়াচ্ছে কিনা!

অদৃশ্য কোন শিকল যদি বাধা হয়ে দাঁড়ায়, আপনি কোনটা হবেন? মানুষ নাকি প্রথাগত সফল?

সেটা আপনি নিজেই ঠিক করে নিবেন।

--

--