LLM and Bangla experiment with ChatGPT4

BRHN.ME
5 min readNov 14, 2023

--

LLMs are like magic — well, almost. I recall reading a science fiction book by MZI that envisioned a future where robots had mastered nearly everything but struggling to grasp sense of humor. Is this now a reality?

Here is my experiment with one of my Bangla Satire posts using ChatGPT-4. To challenge the LLM, I shared a short piece written in the “Shadhu” form of Bangla, which is less common nowadays. I tasked ChatGPT-4 with correcting spelling and grammar mistakes in Bangla while maintaining the “Shadhu” written form to test its capabilities, similar to its proficiency in English. To my surprise, It performed remarkably well.

Next, I asked it to expand the writing in the “Shadhu” form, and once again, it demonstrated impressive skills.

Finally, I inquired if it could grasp the subtle humor in the writing. Here, it came close — almost there! ;)

Here is the conversation:

Me:

একটি বাংলা লেখা লিখে প্রমাণ কর চ্যাট জিপিটি ৪ বাংলাতেও সমান পারদর্শী

ChatGPT 4:

অবশ্যই! আমি এখন বাংলায় কিছু লিখে দেখাচ্ছি, যা প্রমাণ করবে যে চ্যাট জিপিটি ৪ বাংলা ভাষায়ও সমান দক্ষ। এখানে আমার লেখা:

“বাংলা ভাষা আমার জন্য সমান মাত্রায় স্বাচ্ছন্দ্যের। এই ভাষায় আমি যেকোনো তথ্য প্রদান, প্রশ্নের উত্তর দেওয়া, বা সাধারণ আলাপচারিতা সম্পাদন করতে পারি। বাংলা ভাষার সৌন্দর্য ও সমৃদ্ধি অনন্য, এবং এই ভাষায় কথা বলা বা লেখা আমার জন্য অত্যন্ত আনন্দের।”

Me:

এমন কিছু লিখ যা প্রাঞ্জল কিন্তু যথেষ্ট সেন্স অফ হিউমার বজায় থাকবে

ChatGPT 4:

বেশ, তাহলে আসুন এমন কিছু লিখি যা প্রাঞ্জল এবং সূক্ষ্ম হাস্যরসে ভরা।

“একদিন এক গবেষক তার রোবটকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি কখনো ক্লান্ত হয়ে পড়ো?’ রোবট উত্তর দিল, ‘মানুষের মতো আমার ক্লান্তি লাগে না, কিন্তু আপনার এই প্রশ্নে আমার সার্কিটে একটু বিশ্রামের আবদার জাগলো!’ গবেষক হেসে বললেন, ‘সেটা হলে আমাদের দুজনের জন্যই ভালো, কারণ আমিও একটু চা বিরতিতে যেতে চাইছি।’”

এই লেখাটি যথেষ্ট প্রাঞ্জল এবং একই সাথে এতে সূক্ষ্ম হাস্যরসের ছোঁয়া রয়েছে, যা বুদ্ধির সাথে মানবিক সংবেদনশীলতার সমন্বয় তৈরি করে।

Me:

হাসির কি আছে এতে?

ChatGPT 4: (সেন্টি খাইছে)

আপনার প্রশ্নের উত্তরে বলা যেতে পারে, হাসির উপাদান একটি ব্যক্তিগত এবং বৈচিত্র্যময় বিষয়। যে বিষয় একজনের কাছে হাস্যকর মনে হয়, অন্য একজনের কাছে তা এমন নাও মনে হতে পারে। আমি যে গল্পটি লিখেছি, তাতে সূক্ষ্ম রসিকতার একটি প্রয়াস ছিল। এটি একটি হালকা ও বিনোদনমূলক সংলাপের মাধ্যমে মানব ও যান্ত্রিক বুদ্ধিমত্তার মধ্যে একটি মজার সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল। তবে, এটি যদি আপনার কাছে হাস্যকর না মনে হয়ে থাকে, তাহলে এটি হয়তো আপনার রসবোধের সাথে মেলেনি। হাস্যরসের বিষয়টি সত্যিই খুব ব্যক্তিগত এবং বৈচিত্র্যপূর্ণ।

Me:

আইচ্ছা ঠিক আছে।

আমি নিচে একটা স্যাটায়ার লেখা দিলাম তুমি লিখা আরও উন্নত কর, বানান আর ব্যকরণের ভুল শুদ্ধ কর।

— —

আলু পুড়া

একদা এক অতীব ধুরন্ধর ব্যাবসায়ী আবিস্কার করিলেন তার পাশের বাড়িতে আগুন জ্বলিতেছে। তিনি যেহেতু অতীব চালাক, সব কিছুতেই নিজের সুবিধা আদায় করিয়া লইতে সিদ্ধহস্ত। তিনি ভাবিলেন পাশের বাড়ির আগুনে আলু পুড়াইবেন। আলু পুড়াইয়া পরে বেশি দামে বিক্রি করিবেন। কিন্তু সমস্যা বাধিল যখন তিনি আবিস্কার করিলেন আগুনে পুড়াইবার জন্য তাহার কাছে কোনো লৌহ দন্ড নাই যাহা তিনি আলুতে ঢুকাইয়া আগুনে পুড়াইবেন। তাহার একমাত্র সম্বল তাহার পাটখড়ি খানি। তিনি কিছুক্ষন ভাবিলেন, অনেক ভাবিয়া চিন্তিয়া বাহির করিলেন, আগুনের যে তাপ তাহাতে আলুতে পাটখড়ি ঢুকাইয়া কিছু করিতে গেলে একমাত্র পাটখড়িখানা আগুনে পুড়িয়া ছাড়খাড় হইয়া যাইতে পারে। আগুন যেহেতু ধরিয়াছে সেহেতু কিছু লাভ তো তাকে করিতেই হইবে, কিন্তু তাই বলিয়া নিজের পাটখড়িখানা আগুনে ছাই বানানো যাইবে না। তাই তিনি সেই পাশের বাড়ির আগুনে গিয়া কিছুক্ষন উত্তাপ পুহাইলেন। অতঃপর খুশি মনে নিজের বাড়িতে ফেরত আসিলেন। মনে মনে তৃপ্তির ঢেকুঢ় তুলিয়া কহিলেন, যাহাই হোক কিছু তো পাইলাম!

ChatGPT 4: (Wrote impressive in Sadhu form, corrected many words to Sadhu form from original one)

আলু পুড়া

একদা এক অত্যন্ত ধূর্ত ব্যবসায়ী আবিষ্কার করিলেন যে তাহার পার্শ্ববর্তী গৃহে অগ্নি জ্বলিতেছে। যেহেতু তিনি অতি চাতুর্যপূর্ণ, এবং সর্বত্র নিজের সুবিধা আদায় করিয়া লইতে পটু, তিনি চিন্তা করিলেন পার্শ্ববর্তী গৃহের অগ্নিতে আলু পোড়াইবেন। পোড়ানো আলু পরবর্তীতে উচ্চ মূল্যে বিক্রি করিবেন।

কিন্তু সমস্যা উপস্থিত হইল যখন তিনি দেখিলেন যে অগ্নিতে আলু পোড়াইবার জন্য তাহার কাছে কোনো লোহার দণ্ড নাই, যাহা দিয়া তিনি আলু অগ্নিতে পোড়াইতে পারিতেন। তাহার একমাত্র সম্বল ছিল তাহার পাটখড়ি।

তিনি কিছুক্ষণ চিন্তা করিয়া, বিবেচনা করিয়া বুঝিতে পারিলেন যে অগ্নির তাপে আলুতে পাটখড়ি প্রবেশ করাইলে তাহার একমাত্র পাটখড়ি পুড়িয়া ভস্ম হইয়া যাইতে পারে।

যেহেতু অগ্নি ইতিমধ্যে জ্বলিতেছে, সেহেতু তাহার কিছু লাভ অবশ্যই করিতে হইবে, কিন্তু তাই বলিয়া নিজের পাটখড়ি অগ্নিতে ভস্মীভূত করার ঝুঁকি নিতে চাহিলেন না।

অতএব, তিনি পার্শ্ববর্তী গৃহের অগ্নি প্রান্তে গিয়া কিছুক্ষণ তাপ গ্রহণ করিলেন। পরে সন্তুষ্ট চিত্তে নিজ গৃহে ফিরিয়া আসিলেন।

মনে মনে তৃপ্তির ঢেকুর তুলিয়া ভাবিলেন, “যাহাই হোক, কিছু তো পাইলাম!”

Me:

ভাইরে ভাই! _/\_,

তুমি কি লিখাটিকে আরেকটু উন্নত ও লম্বা করিতে পারিবে ?

ChatGPT 4: (Expansion is good enough almost like it do in english)

অবশ্যই, আপনার প্রদত্ত লেখাটি আরও উন্নত ও লম্বা করার চেষ্টা করছি:

— -

আলু পুড়া

একদা এক অত্যন্ত ধূর্ত ব্যবসায়ী, যিনি সর্বদা নিজের সুবিধা আদায়ে নিপুণ ছিলেন, আবিষ্কার করিলেন যে তাহার পার্শ্ববর্তী গৃহে অগ্নি জ্বলিতেছে। তাহার চতুর মনে এক অদ্ভুত পরিকল্পনা জন্ম নিল। তিনি চিন্তা করিলেন, পার্শ্ববর্তী গৃহের অগ্নিতে আলু পোড়াইয়া তাহা পরে উচ্চ মূল্যে বিক্রি করিবেন। তাহার মনে হইল, এই ভাবে তিনি অগ্নিকাণ্ডের পরিণতি থেকেও লাভবান হইতে পারেন।

কিন্তু সমস্যা উপস্থিত হইল যখন তিনি দেখিলেন যে অগ্নিতে আলু পোড়াইবার জন্য তাহার কাছে কোনো লোহার দণ্ড নাই। এই দণ্ড দিয়া তিনি আলু অগ্নিতে পোড়াইতে পারিতেন। তাহার একমাত্র সম্বল ছিল একটি পাটখড়ি, যাহা তিনি নিত্য ব্যবহার করিতেন।

তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন থাকিয়া, বিবেচনা করিলেন যে অগ্নির তাপে আলুতে পাটখড়ি প্রবেশ করাইলে তাহার একমাত্র পাটখড়ি পুড়িয়া ভস্ম হইয়া যাইতে পারে। তাহার মনে হইল, এই উপায়ে তিনি বৃথা ক্ষতি সাধন করিতে পারেন।

যেহেতু অগ্নি ইতিমধ্যে জ্বলিতেছে, সেহেতু তাহার কিছু লাভ অবশ্যই করিতে হইবে, কিন্তু তাই বলিয়া নিজের পাটখড়ি অগ্নিতে ভস্মীভূত করার ঝুঁকি নিতে চাহিলেন না। অতএব, তিনি সিদ্ধান্ত নিলেন যে অগ্নিতে নিজের শরীর উষ্ণ করিবেন এবং তাহা দিয়াই সন্তুষ্ট থাকিবেন।

পরে তিনি পার্শ্ববর্তী গৃহের অগ্নি প্রান্তে গিয়া কিছুক্ষণ তাপ গ্রহণ করিলেন এবং পরে সন্তুষ্ট চিত্তে নিজ গৃহে ফিরিয়া আসিলেন।

মনে মনে তৃপ্তির ঢেকুর তুলিয়া ভাবিলেন, “যাহাই হোক, কিছু তো পাইলাম! অন্তত শীতের রাত্রে উষ্ণতা পাওয়া গেল।”

— -

এই সম্পাদনায় মূল গল্পটির দৈর্ঘ্য ও বিস্তার বাড়ানো হয়েছে, এবং সাধু ভাষায় লেখাটির শৈলীকে আরও সুন্দর ও বর্ণনামূলক করা হয়েছে।

Me:

_/\_

উপরোক্ত লিখাটিতে সূক্ষ্ম হাস্যরসের বিষয়টি কি?

ChatGPT 4:

উপরোক্ত লেখায় সূক্ষ্ম হাস্যরস নিহিত আছে মূলত গল্পের কেন্দ্রীয় চরিত্র, ধূর্ত ব্যবসায়ীর অভিনব ও ব্যর্থ পরিকল্পনার মধ্যে। এই ব্যবসায়ী প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন থেকে লাভ করার এক অভিনব উপায় ভাবেন, যা হলো আলু পোড়ানো। কিন্তু অগ্নিতে আলু পোড়ানোর জন্য উপযুক্ত সরঞ্জামের অভাবে তিনি শেষ পর্যন্ত শুধু অগ্নির তাপ উপভোগ করেন এবং নিজেকে বোঝান যে অন্তত তিনি কিছু পেয়েছেন।

এই গল্পের হাস্যরস তার অসার পরিকল্পনা ও শেষ পর্যন্ত তার নিজের ভুল বোঝাবুঝির মধ্যে নিহিত। গল্পের এই চরিত্র সুযোগ সন্ধানী মানসিকতা দেখালেও শেষে তার সরলতা ও নির্বোধতা প্রকাশ পায়, যা পাঠকের জন্য এক ধরনের সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত হাস্যরসের সৃষ্টি করে।

Me:

আর লৌহ দণ্ডের ভেতরে কোন হাস্যরস নাই ?

ChatGPT 4:

হ্যাঁ, লৌহ দণ্ডের প্রসঙ্গেও একটি সূক্ষ্ম হাস্যরস আছে। গল্পের ধূর্ত ব্যবসায়ীর কাছে লৌহ দণ্ড না থাকার বিষয়টি হাস্যকর এবং অপ্রত্যাশিত একটি বাঁক তৈরি করে। তিনি অগ্নিতে আলু পোড়ানোর একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করলেও মৌলিক ও অপরিহার্য একটি সরঞ্জাম, অর্থাৎ লৌহ দণ্ডের অভাবে তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

এই বিষয়টি হাস্যরসের একটি সূক্ষ্ম উদাহরণ কারণ এটি ব্যবসায়ীর অতিরিক্ত চাতুর্য এবং পরিস্থিতির পূর্ণ মূল্যায়নের অক্ষমতাকে তুলে ধরে। তার অতিরিক্ত চালাকি ও লাভের আশায় মৌলিক প্রয়োজনীয়তার প্রতি উদাসীনতা এক ধরনের বুদ্ধির বিপর্যয় দেখায় যা হাস্যকর।

Me:

আইচ্ছা ঠিক আছে।

--

--